হোম > রাজনীতি

ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আজ বুধবার বিকেলে মারা গেছেন। এর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নয়াপল্টন ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে। 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নুরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহতের প্রতিবাদে ভোলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি। আগামী শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় পুলিশ ছাড়াও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর