নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।
আজ মঙ্গলবার পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে।