ঢাকা: শিবচরের নৌ দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার জাপা চেয়ারম্যানের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'মর্মান্তিক এ দুর্ঘটনা মেনে নেয়া যায় না'।
বিবৃতিতে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান জাপা চেয়ারম্যান।
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ ভোরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন।