হোম > রাজনীতি

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

আওয়ামী লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ টি এম খালেদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন, এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন।’

বিএনপি নেতা রিজভী বলেন, ‘টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবেন, এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তাঁর জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তাঁর জেনেটিক্যাল যে লাইন, তা তিনি অতিক্রম করতে পারেননি। করতে পারেননি বলেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।’

ভারত কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে—এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘আজকে শেখ হাসিনা কী স্ট্যাটাসে (মর্যাদা) ভারতে আছেন? শেখ হাসিনার দুটি পাসপোর্টই বাতিল হয়েছে। তারপরও ভারত তাঁকে রাখে কীভাবে? এত বড় একজন দুর্নীতিবাজ, ছাত্র-জনতা হত্যাকারী, তাঁকে ভারত রাখে কীভাবে?’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন বলেছেন, শেখ মুজিবুর রহমান বড় নেতা ছিলেন। কিন্তু পরিবারের প্রতি তিনি দুর্বল ছিলেন। তাঁর ছেলে ও ভাগনেদের নিয়ন্ত্রণ করতে পারেননি।’

কৃষিবিদ রাশেদুল হাসান হারুনের সভাপতিত্বে ও জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর