হোম > রাজনীতি

১০ বছরে মুস্তফার আয় বেড়েছে ৯ গুণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর বার্ষিক আয় বেড়েছে। সেই সঙ্গে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আসনটি থেকে দুবার নির্বাচিত এই সংসদ সদস্যের দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। 

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর বার্ষিক আয় ১০ বছরে ৯ গুণেরও বেশি বেড়েছে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে দেখা যায়, তিনি ও তাঁর স্ত্রী যথাক্রমে আইন ও শিক্ষকতা পেশা থেকে বার্ষিক আয় করতেন ৪ লাখ ২ হাজার টাকা। ১০ বছরের ব্যবধানে বর্তমানে তাঁর বার্ষিক আয় ৩৮ লাখ টাকায় পৌঁছেছে। এতে অবশ্য ২৬ লাখ টাকার আয় হয়েছে সংসদ সদস্য হিসেবে। বার্ষিক আয়ের ক্ষেত্রে সংসদ সদস্যের সম্মানী যোগ করা হয়।

মুস্তফা লুৎফুল্লাহর অস্থাবর সম্পদও বেড়েছে। এ বৃদ্ধির হার ২৫ গুণেরও বেশি। অন্যদিকে তাঁর স্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ৩ গুণেরও বেশি। ২০১৪ সালে তাঁর ছিল ৪ লাখ টাকার অস্থাবর সম্পত্তি। সেই সম্পত্তি বেড়ে এখন হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা, আর স্থাবর সম্পত্তি ছিল ১১ লাখ টাকার, যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৭ লাখ টাকা। 

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা