Ajker Patrika
হোম > রাজনীতি

১০ বছরে মুস্তফার আয় বেড়েছে ৯ গুণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

১০ বছরে মুস্তফার আয় বেড়েছে ৯ গুণ

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর বার্ষিক আয় বেড়েছে। সেই সঙ্গে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আসনটি থেকে দুবার নির্বাচিত এই সংসদ সদস্যের দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। 

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর বার্ষিক আয় ১০ বছরে ৯ গুণেরও বেশি বেড়েছে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে দেখা যায়, তিনি ও তাঁর স্ত্রী যথাক্রমে আইন ও শিক্ষকতা পেশা থেকে বার্ষিক আয় করতেন ৪ লাখ ২ হাজার টাকা। ১০ বছরের ব্যবধানে বর্তমানে তাঁর বার্ষিক আয় ৩৮ লাখ টাকায় পৌঁছেছে। এতে অবশ্য ২৬ লাখ টাকার আয় হয়েছে সংসদ সদস্য হিসেবে। বার্ষিক আয়ের ক্ষেত্রে সংসদ সদস্যের সম্মানী যোগ করা হয়।

মুস্তফা লুৎফুল্লাহর অস্থাবর সম্পদও বেড়েছে। এ বৃদ্ধির হার ২৫ গুণেরও বেশি। অন্যদিকে তাঁর স্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ৩ গুণেরও বেশি। ২০১৪ সালে তাঁর ছিল ৪ লাখ টাকার অস্থাবর সম্পত্তি। সেই সম্পত্তি বেড়ে এখন হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা, আর স্থাবর সম্পত্তি ছিল ১১ লাখ টাকার, যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৭ লাখ টাকা। 

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর