হোম > রাজনীতি

পুলিশ সংস্কারে প্রস্তাবনা তৈরি করেছে বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পুলিশ সংস্কার’ কমিটির প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও তা গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, পুলিশ সংস্কারের প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এসব প্রস্তাবনার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। এসব প্রস্তাবনা সরকারকে দেওয়া হবে নাকি ভবিষ্যতে পুলিশ সংস্কারে কাজে লাগানো হবে, তা দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্রসচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক সংসদ সদস্য আনসার উদ্দিন খান পাঠান এবং পিপিএম ও সাবেক ডিআইজি সদস্যসচিব খান সাঈদ হাসান।

মির্জা ফখরুলের ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি