হোম > রাজনীতি

শেখ হাসিনার সৈনিক হিসাবে বেঁচে থাকতে চাই: শফিকুর রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন মন্ত্রিসভার সদস্য হিসাবে যোগ দেওয়ার আমন্ত্রণে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের কথা জানান তিনি। 

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। ২০০৮ সালের নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে আসনটিতে আওয়ামী লীগ ছাড় দেয়। এরপর এবারের নির্বাচনে আবারও মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। এরপর এবার মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমার রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে যা অর্জন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য। ওনারা সব সময় দেখাশোনা করেছে। এখন মন্ত্রণালয় দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি যত দিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর কর্মী হিসাবে এবং শেখ হাসিনার সৈনিক হিসাবে বাঁচতে চাই।’

নতুন দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, দায়িত্ব পেলে সততা, নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব। 

এত দিন তৃণমূলের রাজনীতি করেছেন এখন মন্ত্রিসভার দায়িত্ব নিচ্ছেন দায়িত্বতো বেড়ে গেল— এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাব তার জন্য যে প্রয়োজন আছে, দেশের যেখানে যাওয়ার দরকার সেখানেই যাব এবং কাজ করব। 

চ্যালেঞ্জ কি হবে—এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, মন্ত্রণালয়কে শক্তিশালী ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলায় চ্যালেঞ্জ হবে। নিজেকে মানবসেবায় নিয়োজিত করব মন্ত্রণালয় যাতে মানুষের সেবার প্রতিষ্ঠা হয় সেই অনুযায়ী কাজ করা চ্যালেঞ্জ হবে।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা