হোম > রাজনীতি

নেতৃবৃন্দকে গ্রেপ্তারের করতে এজেন্ট দিয়ে মহাসমাবেশে হামলা: সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের অজুহাত তৈরির উদ্দেশ্যে সরকার তার এজেন্টদের দিয়ে বিএনপিসহ সমমনাদের মহাসমাবেশে সরকার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। 

আজ রোববার দুপুর ২টায় পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। পরে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবার পল্টন মোড়ে এসে মিছিল সমাপ্ত করেন তারা।

এর আগে দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় থেকে বিএমএ ভবন পর্যন্ত একদফা ঝটিকা মিছিল করা হয়। 

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জোনায়েদ সাকি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা দেখেছি গতকাল শান্তিপূর্ণ সমাবেশে অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্টদের দিয়ে কীভাবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে, সাংবাদিকদের ওপরে, পুলিশের হাসপাতালে, গাড়িতে আগুন দিয়ে, হামলা করে এ সমস্ত কাজ তারা ঘটিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এজেন্টদের দিয়ে এই সমস্ত কাজ করে শান্তিপূর্ণ সমাবেশকে একটি সহিংসতার চেহারা দিয়ে, আন্দোলনের ওপর দমন-নিপীড়নের চেহারা তৈরি করতে চায় সরকার। নেতৃবৃন্দকে গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায় সরকার।’ 

গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের ওপর সারা দেশে হামলা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের জেএসডির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মোতালেব মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে মঞ্চের এই নেতা বলেন, ‘এই লড়াই ভোটাধিকারের লড়াই, গণতন্ত্রের, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সমস্ত ষড়যন্ত্র, হামলা, দমন-পীড়ন সবকিছু মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।’

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে চলে যাচ্ছি’, নিজেই বললেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ