হোম > রাজনীতি

মধ্যরাতে মেয়েদের হলে সহিংসতা করেছে বিএনপি-জামায়াতের ছাত্র সংগঠন: কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ছাত্র সংগঠনের ক্যাডাররা আন্দোলনকারী পরিচয়ে পুলিশের ওপর আক্রমণ করছে। হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোরপূর্বক আন্দোলন করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। মধ্যরাতে মেয়েদের আবাসিক হলে দরজা ভেঙে সহিংসতা সৃষ্টি করেছে।’ 

আজ মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান। 

আন্দোলনকারীরা বিনা উসকানিতে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘পত্রপত্রিকায় যা দেখতে পেলাম তাতে মনে হয়, ছাত্রলীগের ওপর সব ব্যাপারে দোষ চাপানো ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষই যেন নন্দ ঘোষ ছাত্রলীগের। অথচ এই হামলায় গতকাল ছাত্রলীগের ৫০০ নেতা-কর্মী আহত হয়েছে। দুই শ জনের অবস্থা খারাপ। এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছে ২০ জন। ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আমি গণমাধ্যমে এটি দেখিনি।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ থেকে অপপ্রচার করে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা হচ্ছে। বিএনপি-জামায়াতের ছাত্রসংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে।’ 

গতকাল সোমবার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে যা বলেছেন, তা নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নিতে পারে।’ 

আন্দোলনে নিহত হয়েছে এমন তথ্য আমেরিকার কাছে কীভাবে যায় এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘শোনেন, এখন ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করেন, তাঁরা কীভাবে তথ্য পেল। এ প্রশ্নটা তাদের করেন। এসব আজগুবি তথ্য তারা কোথা থেকে পেল?’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন