হোম > রাজনীতি

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ২৮ মার্চ হরতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের লাগামহীন দাম বাড়ার প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। আজ শুক্রবার রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

হরতাল সফল করতে সারা দেশে সভা-সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান সাইফুল হক। নিজেদের বাঁচার প্রয়োজনে জনগণকে দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বক্তব্যে।

সাইফুল হক বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো মনিটরিং না থাকায় মুনাফাখোর অসৎ সিন্ডিকেট ব্যবসায়ী দেশের মানুষকে পুরোপুরি জিম্মি করে ফেলেছে। 

তিনি উল্লেখ করে বলেন, প্রতিদিন ভোক্তাদের পকেট থেকে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমদানিকারক, মিলার, আড়তদার, মজুতদার, ফড়িয়া, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের সঙ্গে সরকারের অশুভ আঁতাতের কারণে প্রতিটি খাদ্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। 

এই হরতাল কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক সাইফুল হক, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ আরও অনেকে। 

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম