Ajker Patrika
হোম > রাজনীতি

আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া জন–আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক

আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া জন–আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে তাদের অবস্থান। তারা বলেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া জুলাই গণ-অভ্যুত্থানে লড়াই করা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে। নির্বাচনসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এ ছাড়া গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় ২ হাজার শহীদের প্রাণ এবং ৩০ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের এক বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

উল্লেখ্য, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘কোনো বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না। তবে এ ব্যাপারে কোনো রকম বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই।’

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর

মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য কি গণ-অভ্যুত্থান হয়েছিল: সালাহউদ্দিন

বোমা হামলা নয়, এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

অনেকে দল করছেন, কিন্তু কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই: রিজভী

গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিকের পেছনে ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র: সালাহউদ্দিন