হোম > রাজনীতি

দুর্গাপূজা উপলক্ষে জাসদের শুভেচ্ছাবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছাবার্তা দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

শুভেচ্ছাবার্তায় বলা হয়, দুর্গাপূজার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও শত শত বছর ধরে দুর্গাপূজা ধর্মনির্বিশেষে সব বাঙালি ও আদিবাসীর কাছে সর্বজনীন শারদীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজা ধর্মনির্বিশেষে সব বাঙালি ও আদিবাসীর জন্য আনন্দ বয়ে আনে। 

বিবৃতিতে বলা হয়, মানবজাতির শত্রু অশুভ শক্তিকে নির্মূল করে কল্যাণ, মঙ্গল প্রতিষ্ঠাই দুর্গাপূজার মূল ধর্মীয় চেতনা। জাসদের বিবৃতিতে জাতির বৃহত্তর মঙ্গল ও কল্যাণের পরিবর্তে জাতিকে বিভক্তকারী সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী শক্তি অশান্তির শক্তিসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির ঐক্যবদ্ধ লড়াই ও সংগ্রাম বজায় রাখার মধ্যেই দুর্গাপূজা ও শারদীয় উৎসবের চেতনা ও তাৎপর্য নিহিত আছে। 

এতে আরও বলা হয়, যেকোনো ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ আসাই সেই দেশ ও সমাজের জন্য লজ্জার বিষয়। 

বিবৃতিতে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালিত করার জন্য সব শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা