হোম > রাজনীতি

দুর্গাপূজা উপলক্ষে জাসদের শুভেচ্ছাবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছাবার্তা দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

শুভেচ্ছাবার্তায় বলা হয়, দুর্গাপূজার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও শত শত বছর ধরে দুর্গাপূজা ধর্মনির্বিশেষে সব বাঙালি ও আদিবাসীর কাছে সর্বজনীন শারদীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজা ধর্মনির্বিশেষে সব বাঙালি ও আদিবাসীর জন্য আনন্দ বয়ে আনে। 

বিবৃতিতে বলা হয়, মানবজাতির শত্রু অশুভ শক্তিকে নির্মূল করে কল্যাণ, মঙ্গল প্রতিষ্ঠাই দুর্গাপূজার মূল ধর্মীয় চেতনা। জাসদের বিবৃতিতে জাতির বৃহত্তর মঙ্গল ও কল্যাণের পরিবর্তে জাতিকে বিভক্তকারী সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী শক্তি অশান্তির শক্তিসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির ঐক্যবদ্ধ লড়াই ও সংগ্রাম বজায় রাখার মধ্যেই দুর্গাপূজা ও শারদীয় উৎসবের চেতনা ও তাৎপর্য নিহিত আছে। 

এতে আরও বলা হয়, যেকোনো ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ আসাই সেই দেশ ও সমাজের জন্য লজ্জার বিষয়। 

বিবৃতিতে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালিত করার জন্য সব শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন