Ajker Patrika
হোম > রাজনীতি

জবাবদিহিমূলক সরকারের আশায় এতগুলো প্রাণহানি হয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জবাবদিহিমূলক সরকারের আশায় এতগুলো প্রাণহানি হয়েছে: আমীর খসরু

মৌলিক সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে। একটা সোজা কথা—বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এমন একটি ব্যবস্থার স্বপ্ন নিয়ে এতগুলো প্রাণ ঝরেছে।’ 

আজ সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদের একাংশ ও এনডিএমের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমীর খসরুর সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুও অংশ নেন। 

আমীর খসরু বলেন, ‘গণতান্ত্রিক অবস্থা যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যাবে, তত বেশি মঙ্গল হবে। গত ১৬-১৭ বছরে লাখ লাখ মানুষ মিথ্যা মামলার সম্মুখীন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ত্যাগ করেছে, জেল খেটেছে। এমন কোনো নেতা-কর্মী নাই, যারা এই নির্যাতনের শিকার হয় নাই। শুধুমাত্র একটি কারণ,  বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার জন্য।’ 

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘মৌলিক সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি। যত তাড়াতাড়ি সম্ভব, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে, আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি।’ 

তিনি বলেন, ‘এই সরকারের ওপর জনগণের আস্থা এবং আমাদের সকলের আস্থা আছে। আমরা চাই, এই সরকার সফলভাবে আগামীর বাংলাদেশের জন্য মানুষের যে প্রত্যাশা, সেগুলো পূরণ করতে সক্ষম হবে। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব।’ 

বৈঠকে আলোচনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হওয়ার পর বর্তমান প্রেক্ষাপট এবং আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে এই আন্দোলনের পরে বাংলাদেশের মানুষের মনে যে নতুন ভাবনা, নতুন আকাঙ্ক্ষা ও নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটা পূরণে আমরা যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে কাজ করেছি, সবাই মিলে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে কি করতে পারি, তা নিয়ে আলোচনা করেছি।’ 

রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত ৩১ দফার উল্লেখ করে খসরু বলেন, ‘রাষ্ট্র মেরামতে আমাদের দেওয়া ৩১ দফা নিয়ে আলোচনা করেছি। রাষ্ট্র সংস্কারের বিষয়টা আমরা নতুন করে বলছি না। এক বছর আগেই আমরা এটা জাতির সামনে তুলে ধরেছি। এখানে রাষ্ট্রের যত ধরনের সংস্কার প্রয়োজন, সবার সঙ্গে আলোচনা করে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘যুগপৎ আন্দোলনে যারা আছে, সবাই মিলে এটা প্রণয়ন করা হয়েছে। এটা বিএনপির একার না। আগামী দিনে আমরা এটা বাস্তবায়ন করব। আগামী দিনের নির্বাচনী প্রক্রিয়াতেও এ বিষয়টি থাকবে। নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা করেছেন, সেই সরকারে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করব। জাতীয় সরকার সেটা বাস্তবায়ন করবে।’

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের