Ajker Patrika
হোম > রাজনীতি

ভয়ানক পরিণতি না চাইলে মানুষের অধিকার ফিরিয়ে দিন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভয়ানক পরিণতি না চাইলে মানুষের অধিকার ফিরিয়ে দিন: ফখরুল

গণমানুষের অধিকার ফিরিয়ে দিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে ক্ষমতাসীন দলকে ভয়ানক পরিণতি বরণ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। মানুষকে কথা বলতে দিন। অধিকার প্রয়োগ করতে দিন। তা না হলে আপনাদের ভয়ানক পরিণতি হবে।’ 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাগপার প্রধান শফিউল আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আগ্রাসন প্রতিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি এই আলোচনাসভার আয়োজন করে। 

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি ওবায়দুল কাদেরকে সতর্ক করতে চাই। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না। এবার একটু শিক্ষা নেন।’ 

১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘তখন খাদ্যশস্যের দাম বেড়েছিল। আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে। মানুষের হাহাকার শুরু হয়ে গেছে।’ 

ওবায়দুল কাদেরকে উল্টোপাল্টা কথা না বলার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জনগণের অধিকার ফিরিয়ে দেন। মানুষ হত্যা বন্ধ করেন। গুম করা বন্ধ করেন। মিথ্যা মামলা দেওয়া বন্ধ করেন। খালেদা জিয়াকে মুক্তি দেন। তা না হলে আপনাদের কোনো দিন মুক্তি হবে না।’ 
 

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল বলেন, ‘দেশের সব বাম-ডান রাজনৈতিক দলকে এক জোট হতে হবে। এই অবৈধ সরকার সহজে বিদায় হবে না। তাদের বিদায় করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। আবারও একটা যুদ্ধ করে দেশের মানুষকে মুক্ত করতে হবে।’ 
 

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সরকারের শুধু কারসাজি নয়, তাদের সরাসরি সম্পৃক্ততায় চালের দাম বেড়েছে। সরকারের মন্ত্রীও স্বীকার করেছেন যে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে।’ 

বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে দাবি করে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক  সাবেক ডাকসু নেতা আমানউল্লাহ আমান বলেন, ‘আগের মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না। ভোটাধিকার প্রতিষ্ঠায় মানুষ আন্দোলনে নামবে।’ 

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় এবং খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ। 

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি