বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন দলেরই দুই নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন।
গঠনতন্ত্র পরিপন্থীভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করার অভিযোগে এ মামলা করেছেন ফেনী সদর উপজেলার মোটবী ও ফরহাদনগর ইউনিয়নের দুই নেতা নেতা ইসমাইল হোসেন ভূঁইয়া ও আবুল হোসেন কমান্ডার। মামলায় আরও আটজনকে বিবাদী করা হয়েছে।
গত ২ মার্চ আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
মামলার অন্য আসামিরা হলেন— চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সদস্য ৮ ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা বিএনপির সদস্য ও নবগঠিত ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু, মোটবী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।