১০ দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান শুরু করেছে বিএনপি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি শুরু হয়।
গণ-অবস্থানের কর্মসূচিতে বিএনপির মহাসচিব, সিনিয়র নেতারাসহ দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। একই সঙ্গে কর্মসূচিতে শামিল হয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও। দুপুর ২টায় এই কর্মসূচির শেষ হওয়ার কথা রয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির পাশাপাশি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় পর্যায়ে গণ-অবস্থানের কর্মসূচি পালন করছে দলটির সমমনা জোট ও দলগুলোও। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি পালন শুরু হলো।
সকাল ১০টায় গণ-অবস্থান শুরুর কথা থাকলেও খুব সকাল থেকেই নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, দলের শীর্ষ নেতাদের ছবি ও প্ল্যাকার্ড হাতে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসেন তাঁরা। বিএনপির এই কর্মসূচিকে ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের এক পাশ বন্ধ রয়েছে। নয়াপল্টন ও এর আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।