হোম > রাজনীতি

সরকারি দলের লোকেরাই অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি দলের লোকেরাই পরিকল্পিতভাবে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বিরোধী দলগুলোর আন্দোলনে দিশেহারা হয়ে আন্দোলন দমন করতে সরকার পুরোনো কৌশলের শরণাপন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’

আজ রোববার বিকেলে পল্টনের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এ বাম নেতা। 

সাইফুল হক বলেন, ‘এরই মধ্যে গণমাধ্যম থলের বিড়াল বের করে এনেছে। পুলিশের উপস্থিতিতে অত্যন্ত পরিকল্পিতভাবে যে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, তা সবিস্তারে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিরোধীদলীয় নেতা-কর্মীদের যেন মিথ্যা মামলায় গ্রেপ্তার করা যায়, সে জন্য অনেকটা রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’ 

চলমান গণ-আন্দোলন গণজাগরণে পরিণত হয়েছে উল্লেখ করে কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, ‘অচিরেই এই গণজাগরণ গণ-অভ্যুত্থানে রূপ নেবে। গণতন্ত্র মঞ্চ ঢাকায় পুরানা পল্টনে ৩১ জুলাই বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলা স্তরে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করব।’

বিরোধী দলগুলোর আন্দোলন দমনের জন্য সরকারই অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘গতবার বিরোধীদের ওপর একটা সন্ত্রাসের লেবেল আঁকতে এই কৌশল কিছুটা কাজ করেছিল। এবারও তারা একই পদ্ধতি অবলম্বন করছে এবং শত শত বাস পোড়ানোর প্রজেক্ট হাতে নিয়েছে। আন্দোলনের নামে একটা সন্ত্রাস হচ্ছে বলে তারা আবারও দমনের একটা অজুহাত সৃষ্টি করছে।’ 

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তিনটা ছেলে মোটরসাইকেল চালিয়ে আসল, তারপর বাস আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ পাশে দাঁড়িয়ে আছে। সবাই জানে এগুলো কারা করেছে। তা-ও খোদ প্রধানমন্ত্রী আজকে বলছেন, আবার সেই অগ্নি-সন্ত্রাস। যদি ঠিকঠাক তদন্ত হয়, তাহলে যতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে তার পেছনে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। অগ্নি-সন্ত্রাস তো দূরের কথা কোনো ধরনের সন্ত্রাসের পরিকল্পনাই আমাদের নেই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা