বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার দেশব্যাপী জেলায় জেলায় এবং পরের দিন বুধবার ঢাকাসহ দেশব্যাপী সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।