Ajker Patrika
হোম > রাজনীতি

দেশে ফিরলেন সংসদ সদস্য হাজি সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ফিরলেন সংসদ সদস্য হাজি সেলিম

নিয়মিত মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফেরেন তিনি।

হাজি সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, ‘থাই এয়ারওয়েজের ফ্লাইটে দুপুর সোয়া ১২টায় দেশে ফিরেছেন স্যার (হাজি সেলিম)। বিমানবন্দর থেকে সরাসরি ২৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান শাহী মসজিদে একজনের জানাজায় অংশ নেন তিনি।’ 

হাজি সেলিমের মতো দণ্ডিত কেউ যেন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে না পারে, সে বিষয়ে দুদকের লিগ্যাল উইংয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের ভারপ্রাপ্ত সচিব (মহাপরিচালক) সাঈদ মাহবুব খান।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে ব্যাংককে যান হাজি সেলিম। সেই সময় তাঁর ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম আজকের পত্রিকাকে জানান, হাজি সেলিম মেডিকেল চেকআপের জন্য ব্যাংকক গিয়েছেন।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। 

বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির