ঢাবি প্রতিনিধি
অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর সুইজারল্যান্ডে হামলা ও হেনস্তার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল দুপুর ১টার দিকে তারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।
বাকি দুই দফা হলো- বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা এবং বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।