হোম > রাজনীতি

জেদ না করে আগামী নির্বাচন করতে চায় জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো জেদ না করে আগামী সংসদ নির্বাচনটা ভালোভাবেই করতে চায় জাতীয় পার্টি (জাপা)। কারণ এই জেদের কারণে বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন জাপা মহাসচিব।

মুজিবুল হক বলেন, ‘আগামী নির্বাচনটা আমরা ভালো করে করতে চাই। কোনো জেদ করতে চাই না। এই জেদেই ২০১৪ সালে বিএনপির অনেক বড় লস হয়ে গেছে।’

মারামারি দ্বন্দ্ব কোনো দলের পক্ষ থেকে হোক তা এখন জনগণ চায় না— একথা উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপি আগে কথায় কথায় হরতাল দিত। এখন করে না, কারণ জনগণ চায় না। আমি মনে করি, সংবিধান অনুযায়ী যে সরকার ক্ষমতায় আছে তার নেতৃত্বে নির্বাচন করতে চাওয়া উচিত।’ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী খুঁজে তাঁদের নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে ভোট না করে বা বিনা ভোটে জয়ী হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন আইন নিয়ে ছায়া সংসদ ও পুরস্কার বিতরণ করা হয়।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা