হোম > রাজনীতি

কারাগারে কোয়ারেন্টিনে মির্জা ফখরুল ও আব্বাস

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনে তাঁদের রাখা হয়েছে বলে জানা গেছে। 

আজ শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম। 

গত বুধবার গ্রেপ্তার হওয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও একই ভবনে রাখা হয়েছে। 

আদালত সূত্র বলছে, শুক্রবার বিকেলে আদালতে তোলার পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন আমলে নিয়ে বিএনপির শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠান। সন্ধ্যার পর থেকে তাঁরা কারাগারে অবস্থান করছেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘কারাবিধি মোতাবেক নতুন বন্দীদের কোয়ারেন্টিনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আপাতত তাঁরা সাধারণ বন্দী হিসেবে রয়েছেন।’ 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর