Ajker Patrika
হোম > রাজনীতি

৪ জনকে প্রেসিডিয়াম করলেন জাপার রওশনপন্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪ জনকে প্রেসিডিয়াম করলেন জাপার রওশনপন্থীরা

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির রওশনপন্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে পার্টির নবনিযুক্ত মুখপাত্র ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি থেকে বাদ পড়া চারজনকে প্রেসিডিয়াম সদস্য করা হলো। 

তাঁরা হলেন—অধ্যাপক দেলোয়ার হোসেন খান (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) ও জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)। 

এ ছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাঁদের অব্যাহতি কিংবা বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সবাইকে স্ব স্ব পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এদিকে দুপুরে গুলশানে দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, জাতীয় পার্টি আগামী উপজেলা নির্বাচনে অংশ নেবে। সেই লক্ষ্যে দলকে সুসংহত করার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

কাজী মামুনুর রশীদ বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। তার আগে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, ২রা মার্চ। আমরা সম্মেলন বাস্তবায়নের জন্য দু-এক দিনের মধ্যেই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করব।’

এ ছাড়া আগামী ৭ তারিখ মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন এবং ৩ তারিখ মোহাম্মদপুরের টাউনহলে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে হয়েছে বলে জানান কাজী মামুনুর রশীদ। 

এ সময় সাদ এরশাদ, জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের