হোম > রাজনীতি

ভোটে হস্তক্ষেপ করলে নৌকা হটাও আন্দোলন: রংপুরে জিএম কাদের

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ হলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে।’

আজ বৃহস্পতিবার রংপুর-৫ আসনের মিঠাপুকুর কলেজ মাঠে লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুর রহমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির নির্বাচন করলেও দোষ–না করলেও দোষ। এ অবস্থায় বিশেষ পরিস্থিতি এবং অবাধ–নিরপেক্ষ নির্বাচনের শর্তে আমরা অংশ গ্রহণ করেছি, কিন্তু ২৬টি আসনে ছাড় দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ মিথ্যাচার করছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তাঁরা শুধু রংপুর-৩ আসনে প্রার্থী প্রত্যাহার করেছে, অন্য ২৫টি আসনে স্বতন্ত্রের নামে মুখোশ পড়া আওয়ামী লীগের প্রার্থী বহাল রেখেছেন। এজন্যই বলি, লাঙ্গলে ভোট দিয়ে নৌকা হটাও আন্দোলন গড়ে তুলতে হবে। ট্রাক–ঈগল মার্কার মুখোশধারী আওয়ামী লীগদেরও হটাতে হবে।’

জিএম কাদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ৭ জানুয়ারি লাঙ্গলে ভোট দিয়ে প্রমাণ করতে হবে, লাঙ্গল পাগল মানুষ জেগে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের অবস্থা ভালো নেই। আপনাদের মাসে ১০ হাজার টাকা আয় হলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আয় হয় ১০ কোটি টাকা। ডলারের দাম উঠেছে ১৫০ টাকা। নির্বাচনের পর কী হবে, কেউ কিছুই বলতে পারছে না।

আওয়ামী লীগের অনেকে বলেন, জাতীয় পার্টি নেই। তাদের বলি, ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং ডিএনএ টেস্ট করা প্রশাসনে পরিবর্তন এনে নির্বাচন করুন–দেখবেন জাতীয় পার্টি আছে কি না।’

সমাবেশে বিশেষ অতিথি রসিক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য নির্বাচন করছি। কোনো ধরনের অনিয়ম করা হলে আমরাও এর কঠোর জবাব দিতে বাধ্য হব।’

তিনি তাঁর ছোট ভাই আনিছুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি দুই বার মেয়র হয়েছি। আনিছুর রহমানের শরীরে একই রক্ত আছে। সেও আমার মতো আপনাদের পাশে থাকবে এতে কোনো সন্দেহ নেই।’

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন