হোম > রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে আছেন বলে আশ্বস্ত করেন।

আজ রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, আজ বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে চিঠিটি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে শাহবাজ শরিফ লিখেছেন, ‘আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জেনে উদ্বিগ্ন।’

শাহবাজ শরিফ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠিতে লিখেছেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান স্রষ্টা আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন।’

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। ছবি: সংগৃহীত

চিঠিতে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।’

‘পাকিস্তান’ বিএনপির চেয়ারপারসন, তাঁর পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও চিঠিতে আশ্বস্ত করেন শাহবাজ শরিফ।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম