Ajker Patrika
হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসক ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসক ঢাকায়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডা. হামিদ আহমেদ আব্দুর রব। আরেক চিকিৎসক ডা. ক্রিস্টোস জর্জিয়াডসের দিবাগত রাত ২টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার ও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক দলের তিনজনই জনস হপকিন্স হাসপাতালের। ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন হেপাটোলজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ, ডা. হামিদ আহমেদ আব্দুর রব কিডনি ট্রান্সপ্লান্ট কর্মসূচির পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ডা. ক্রিস্টোস জর্জিয়াডস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। 

এর আগে গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশের চিকিৎসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসককে আসার অনুমতি দেওয়া হয়েছে। 

খালেদা জিয়া আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভারে সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। প্রায়ই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ৯ আগস্ট থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। এ আবেদন নাকচ করা হয়েছে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। পরে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে।

কুটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা

দেশ এখনো অস্থিতিশীল, এবছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন: নাহিদ ইসলাম

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস