Ajker Patrika
হোম > রাজনীতি

নৌকার গুরু শেখ হাসিনা, কেটলির ভূমিদস্যু: গোলাম দস্তগীর গাজী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নৌকার গুরু শেখ হাসিনা, কেটলির ভূমিদস্যু: গোলাম দস্তগীর গাজী 

নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা, স্বাধীনতার মার্কা। আমার একজন গুরু আছে, আমার গুরু হলো শেখ হাসিনা। কেটলি প্রতীকের গুরু কে? কেটলির গুরু হলো ভূমিদস্যু। এবার বিবেচনা করুন কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় ভূমিদস্যু।’ 

আজ বুধবার বিকেলে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় গাজী এসব কথা বলেন। কেটলি প্রতীকে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।

গাজী বলেন, ‘সামনে বড় বিপদ, তা হলো হায়নারা আপনাদের ভূমি দখল করতে চায়। সাবধান না হলে বিপদ আছে। ভূমিদস্যু পক্ষ আপনাদের আমাদের ভূমি দখল করতে চায়। আজ যেই মাঠে জনসভা হচ্ছে, সেই মাঠটিও তারা গিলে ফেলবে। তারা বাড়ি দখল করবে, জমিতে বালু ফেলবে, সাইনবোর্ড লাগাবে। আপনারা চাইলেও তাদের কিছু বলতে পারবেন না। উল্টো মামলা করবে, মারধর করে দেশ ছাড়া করে রোহিঙ্গা বানাবে। তাই ভোট দিয়ে সেই ভূমিদস্যুদের উপযুক্ত জবাব দিন। কোনো ভূমিদস্যু যেন এই রূপগঞ্জের মাটি দখল করতে না পারে।’ 

টিভিতে অপপ্রচার হচ্ছে জানিয়ে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘তারা টিভিতে অপপ্রচার চালিয়ে রূপগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই মিথ্যাচার বিশ্বাস করবেন না। তারা মিথ্যাবাদী, তারা বিঘার পর বিঘা, ইউনিয়নের পর ইউনিয়ন দখল করে নিচ্ছে। এমনকি গোরস্থানের জায়গাও তারা ছাড় দেয় না। সুতরাং এবার ভূমিদস্যুদের বিরুদ্ধে ভোট দেবেন।’ 

জনসভায় অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউপি কামরুল হাসান তুহিন, ভূলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী প্রমুখ।

বাপেরই জন্ম হলো না, সন্তান জন্ম হবে কী করে: নির্বাচন প্রসঙ্গে রিজভী

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবিতে ছাত্রী হেনস্তা: মব উসকে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের মাজহারুলের পদ স্থগিত

এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

কুটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা

দেশ এখনো অস্থিতিশীল, এ বছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন: নাহিদ ইসলাম

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত