হোম > রাজনীতি

আওয়ামী লীগের নিশ্চিত পতন দেখছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই দাবি করে তাদের নিশ্চিত পতন দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে সরকারের প্রতি জনগণের সমর্থন থাকে না, তারা কিছুদিন একটা স্বৈরশাসন চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু তাদের অনিবার্য পরিণতি হলো পতন, নিশ্চিত পতন।’ 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান। পূর্বঘোষণা অনুযায়ী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে বিএনপি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও একই কর্মসূচি পালন করছে।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এবং তাদের লোকেরা ছাড়া কেউ নাই এই নির্বাচনে। যেখানে একদলীয় নির্বাচন হচ্ছে, সেটা তো কোনো নির্বাচন না। কাজেই নির্বাচন হচ্ছে না। এই যে অবৈধ নির্বাচন, নির্বাচনের খেলা, এই খেলা খেলতে গিয়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, নির্বাচনের নামে যে খেলা, যে প্রহসন, এটা বর্জন করুন।’ 

নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ হয় না। কারণ যাকেই ভোট দেবেন, আওয়ামী লীগই জিতবে। হয় তার দলের প্রার্থী, না হয় তার দলের বিদ্রোহী প্রার্থী, ডামি প্রার্থী কিংবা দলের সমর্থক কোনো দলের প্রার্থী। 

নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই। কারণ জনগণ জানে এটা কোনো নির্বাচন নয়। এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো অর্থ হয় না।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা