নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল গণভবনে যায়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এই প্রতিনিধিদলে আছেন।
জাতীয় পার্টির একজন উপদেষ্টা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।