Ajker Patrika
হোম > রাজনীতি

পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে, দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে, দাবি ফখরুলের

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি, ‘পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে এসেছেন।’

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুলের এ দাবি করেন। বিকেল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন তিনি। রাত ৮টার দিকে মির্জা ফখরুল কার্যালয় ছেড়ে চলে যান। 

মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে।’ 

এর আগে ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি। তারা ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। সমাবেশকে বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার দায় সরকারকে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে ডিএমপি কমিশনার আমাকে নয়াপল্টনে আসতে বলেছেন। অথচ আসার পরে আমাকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না।’ 

এ সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে।

নির্বাচনহীন দীর্ঘ পরিস্থিতি চায় না ইসলামী আন্দোলন

সমন্বয়ক পরিচয় আর এখন এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম

নির্বাচনের সময়ের চেয়েও প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছি: নাহিদ ইসলাম

বিচারহীনতার কারণে নারী নির্যাতনকারীরা আরও বেপরোয়া হয়েছে: মির্জা ফখরুল

১০-১১ মার্চ কর্মসূচি ঘোষণা এনসিপির

নতুন দলে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে: সংবাদ সম্মেলনে ছাত্রদল

বাপেরই জন্ম হলো না, সন্তান জন্ম হবে কী করে: নির্বাচন প্রসঙ্গে রিজভী

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবিতে ছাত্রী হেনস্তা: মব উসকে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের মাজহারুলের পদ স্থগিত