Ajker Patrika
হোম > রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিল

আরামবাগ মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে আরামবাগ মাঠে এসেছেন। এ সময় আওয়ামী লীগের একাধিক মিছিলকে নয়াপল্টন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। 
 
জনসভায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসেছেন। দুপুর ২টার পরে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে আসতে দেখা যায়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। সামনে সারিবদ্ধভাবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অনুসারীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে বিশাল মিছিল নিয়ে আরামবাগের দিকে যান। 
 
নয়াপল্টন এলাকায় ময়মনসিংহ আওয়ামী লীগের কর্মী সাব্বির হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে পতন করতে বিএনপি যে অরাজকতা করছে এর প্রতিবাদে আজকে ঢাকার সমাবেশে এসেছি। নয়াপল্টন এলাকায় আমাদের নেতা-কর্মীদের অবস্থান দেখেও ভালো লাগছে। কারণ গত সপ্তাহে এখান থেকে বিএনপি অরাজকতা করেছিল। কিন্তু আজ তাঁদের দেখা যাচ্ছে না।’ 

এদিকে ফকিরাপুল, শাহজাহানপুর, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুরসহ আশপাশের এলাকা দিয়েও মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরামবাগের দিকে যান। 

অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাপেরই জন্ম হলো না, সন্তান জন্ম হবে কী করে: নির্বাচন প্রসঙ্গে রিজভী

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবিতে ছাত্রী হেনস্তা: মব উসকে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের মাজহারুলের পদ স্থগিত

এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

কুটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা

দেশ এখনো অস্থিতিশীল, এ বছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন: নাহিদ ইসলাম

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত