হোম > রাজনীতি

তারেক রহমান দেশে ফিরবেন শিগগিরই: মির্জা আব্বাস

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে বিজয়ের মাসে ‘ন্যায়বিচারপ্রাপ্তির একটি সুসংবাদ’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমি বলব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে সহিসালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।’

মামলার রায় ঘোষণার পরে গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন। তিনি বলেন, ‘আজকে বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে, ২১ আগস্ট একটা গ্রেনেড হামলা হয়েছিল। সেই মামলায় যে তারেক রহমান সাহেব জড়িত ছিলেন না বিধায় তাঁকেসহ সকলকে খালাস দেওয়া হয়েছে।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে ন্যায়বিচার পাই নাই। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম। সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি।’

২১ আগস্টের মামলায় বিদেশি শক্তি যুক্ত ছিল দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি জড়িত ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল।’

দেশে ফেরার পথ সুগম হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ আরও সুগম হয়েছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) নামে যেসমস্ত মামলা আদালতে যাচ্ছে, সেগুলো থেকে তিনি খালাস পাচ্ছেন, খারিজ হয়ে যাচ্ছে। এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী, যেকোনো সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন।’

রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে গতকাল শ্রদ্ধা নিবেদন শেষে জাহিদ হাসান সাংবাদিকদের এসব কথা বলেন। ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে।

গ্রেনেড হামলা মামলা থেকে খালাসের পর তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো কি না, এমন প্রশ্নে জাহিদ হোসেন বলেন, ‘অবশ্যই (দেশে ফিরবেন)। আমরা সব সময় বলতাম, আমাদের দলের সবাই বলত বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ প্রমাণিত, ওনার (তারেক রহমান) নামে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ছিল দেখে সেগুলো থেকে খালাস পেয়েছেন।’

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন