হোম > রাজনীতি

স্বৈরাচারের দুষ্টু চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বৈরাচারের দুষ্টু চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘স্বৈরাচারের দুষ্টু চক্র প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা এখানে ঘটাচ্ছে।’ 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে উপহার তুলে দিতে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন রিজভী। পোশাক শিল্পে বিরাজমান অস্থিরতা ‘পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত’ বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শুধু পোশাক শিল্পে বা পাহাড়ে নয়, সব জায়গায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের এখনো বাতিল করা হচ্ছে না কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করেছি। জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা ইউপি চেয়ারম্যানদের এখনো বাতিল করছেন না কেন? এরাওতো সেই আওয়ামী লীগের দোসর।’ 

রিজভী বলেন, ‘বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই এমন পরিবেশ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার। কত কাহিনি আমরা প্রতিদিন শুনেছি শুধু কী আয়না ঘর? আমরাতো শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়না ঘরের কথা। আয়না ঘরের চাইতেও ভয়াবহ আরও বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি ও নেতারা।’ 

এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর