নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীর ওয়ারলেস গেট এলাকা থেকে জামায়াতের থানা আমির ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, রাজধানীর বনানীর ওয়ারলেস এলাকার নবাবী রেস্টুরেন্টে গোপন মিটিং করার সময়ে বনানী থানার জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসহ ১০ জন জামাত–শিবিরের নেতা–কর্মীকে আটক করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।