হোম > রাজনীতি

এবার আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি কমলেও আয় বেড়েছে প্রায় ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ, যা ২০১৮ সালের চেয়ে কম। এবার ফরম বিক্রি করে তাদের আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা, যা ২০১৮ সালের চেয়ে বেশি। 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। আর আয় হয় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। 

গত নির্বাচনের হিসাবে এবার ৬৬১টি ফরম কম বিক্রি হয়েছে। তবে আয় বেড়েছে ৪ কোটি ৭৫ লাখ টাকা। 

২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার সেটা ২০ হাজার বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। 

এবার গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন। 

জানা যায়, ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রামে ৬৫৯টি, রাজশাহীতে ৪০৯টি, খুলনায় ৪১৬টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, সিলেটে ১৭২টি, বরিশালে ২৫৮টি। অনলাইনে ফরম কিনেছেন মাত্র ১২১টি৷

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর