হোম > রাজনীতি

আ. লীগের কথা-কাজে মিল নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে একটা বলে আর করে আরেকটা। কথার সঙ্গে তাদের কাজের কোনো মিল নেই।’ 

রাজধানীর নয়াপল্টনে ভাসানি ভবনে আজ বুধবার অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় রিজভী এ মন্তব্য করেন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজনু সভায় সভাপতিত্ব করেন। 

সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা মুখে একটা বলে, আর তার বিপরীত কাজ করে। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছে। সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বাসাসহ নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে, এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে। দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না।’ 

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না উল্লেখ করে রিজভী বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই সকল দাবি আদায় করা হবে।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের কাছে কোনো আবদার নয়। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।’

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে চলে যাচ্ছি’, নিজেই বললেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ