জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ভালো আছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার থাইল্যান্ড থেকে দেশে ফিরে তিনি এ কথা জানান।
এদিন দুপুর ১২টা ১০ মিনিটে দেশে ফেরেন তিনি। গত ২৩ জুন ব্যক্তিগত সফরে থাইল্যান্ডে যান জাপার চেয়ারম্যান। সেখানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন রওশন এরশাদের সঙ্গে দেখা করেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার চেয়ারম্যান জানান, আগের চেয়ে রওশন এরশাদের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ তিনি (রওশন এরশাদ) ভালো আছেন।’
আগামীকাল সোমবার রওশনের দেশে ফেরার কথা রয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে যাঁদের সুযোগ আছে, তাঁরা যেন সোমবার দুপুর ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন। যাঁরা সাক্ষাৎ করতে ইচ্ছুক, তাঁরা যেন বিরোধীদলীয় নেতার অনুমতি সাপেক্ষে এবং বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।’