হোম > রাজনীতি

খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুব মহিলা লীগের সম্মেলনে নেতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে যোগ দিচ্ছেন যুব মহিলা লীগের নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সংগঠনটির তৃতীয় এই সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে দেখা যায়, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন স্লোগান দিতে দিতে প্রবেশ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করবেন।

জানা গেছে, ২০০২ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। সেই সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পান নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। ২০০৪ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনেও তাঁদের দায়িত্বে রাখা হয়। তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে তাঁরা রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। এরপর ২০১৭ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তাঁরা নেতৃত্বে থাকেন। ২০ বছর তাঁরা আছেন একই পদে।

এবার সংগঠনটির শীর্ষ দুই পদে এবার পরিবর্তন আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক নেতা। তাঁরা জানান, বিএনপি-জামায়াত সরকারের সময় যাঁরা ছাত্রলীগের রাজনীতি করেছেন। আন্দোলন-সংগ্রামে ছিলেন তাঁদের থেকেই নেতা নির্বাচিত হবে এবার।

সংগঠনটির নতুন নেতৃত্বের জন্য আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি আলেয়া সারোয়ার ডেইজী, সহসভাপতি জাকিয়া পারভীন খানম, কোহেলী কুদ্দুস মুক্তি, আদিবা আঞ্জুম মিতা এবং ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। এ ছাড়া আলোচনায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, শারমীন আক্তার নিপা, শাহনাজ পারভীন ডলি ও আইনবিষয়ক সম্পাদক নাভানা আক্তার।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা