হোম > রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে সুধী সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে মিছিল-স্লোগানে সুধী সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠের দিকে যাচ্ছেন তাঁরা। 

আগারগাঁও, শেরেবাংলা নগর, বিজয় সরণি এলাকা ঘুরে দেখা যায়, বাস, ট্রাক, ভ্যানে করে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা আসছেন। দলে দলে মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। 

শরীয়তপুর সদর এলাকা থেকে ছেলেকে নিয়ে সুধী সমাবেশে যোগ দিতে এসেছেন আমজাদ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে। দেশের উন্নয়নের নতুন দিগন্তের সাক্ষী হতে এসেছি।’ 

রূপগঞ্জ আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু করছেন, মেট্রোরেল উপহার দিয়েছেন। এখন তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশবাসীকে উপহার দিচ্ছেন। তাঁর মতো উন্নয়ন কোনো সরকারই করেনি। আমরা তাঁকে আবারও ক্ষমতায় দেখতে চাই।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ৩টায় বিমানবন্দরের কাওলা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ঘোষণা করবেন। সেখান থেকে তিনি গাড়িতে উড়ালসড়কে উঠবেন। টোল পরিশোধ করে উড়ালসড়কের বিজয় সরণি প্রান্ত দিয়ে নেমে যাবেন আগারগাঁওয়েরর পুরোনো বাণিজ্য মেলার মাঠে। সেখানেও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন