নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টি উপেক্ষা করে মিছিল-স্লোগানে সুধী সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠের দিকে যাচ্ছেন তাঁরা।
আগারগাঁও, শেরেবাংলা নগর, বিজয় সরণি এলাকা ঘুরে দেখা যায়, বাস, ট্রাক, ভ্যানে করে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা আসছেন। দলে দলে মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন।
শরীয়তপুর সদর এলাকা থেকে ছেলেকে নিয়ে সুধী সমাবেশে যোগ দিতে এসেছেন আমজাদ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে। দেশের উন্নয়নের নতুন দিগন্তের সাক্ষী হতে এসেছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ৩টায় বিমানবন্দরের কাওলা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ঘোষণা করবেন। সেখান থেকে তিনি গাড়িতে উড়ালসড়কে উঠবেন। টোল পরিশোধ করে উড়ালসড়কের বিজয় সরণি প্রান্ত দিয়ে নেমে যাবেন আগারগাঁওয়েরর পুরোনো বাণিজ্য মেলার মাঠে। সেখানেও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।