Ajker Patrika
হোম > রাজনীতি

বিএনপির মতিগতি ভালো না: কাদের

নিজস্ব প্রতিবেদক, মিঠামইন থেকে

বিএনপির মতিগতি ভালো না: কাদের

বিএনপির মতিগতি ভালো না উল্লেখ করে তাদের প্রতি ‘খেয়াল’ রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খেয়াল রাখবেন। এদের মতিগতি কিন্তু খারাপ। এখন তারা দেখছে নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব নয়। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন কাদের। মিঠামইন উপজেলা আওয়ামী লীগ এ সুধী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিএনপির হাতে ভাঙচুরের লাঠি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এদের হাতে ভাঙচুরের লাঠি। শপথ নিতে হবে, অগ্নি-সন্ত্রাস করতে এলে আমরা যে হাতে আগুন দেবে, সেই হাত পুড়িয়ে দেব।’

এ সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তৈরি আছেন তো? বুকের পাটা আছে তো? মনের জোর আছে তো? খেলা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। হবে খেলা? কী করে খেলব? বিএনপি তো জানে, নির্বাচনে এলে জামানত থাকবে না। বড় খারাপ অবস্থা, পথ হারিয়ে পদযাত্রা। এটার দৈর্ঘ্যে কমে, প্রস্থে বাড়ে। কী খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চায় (বিএনপি), খেলা হবে। আমরা প্রস্তুত। হাওরের মানুষ শেখ হাসিনা ও নৌকার পাশে আছেন।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কর্মকাণ্ডের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁকে যেতে হবে সংবিধান মেনে। কিন্তু তাঁকে আমরা ভুলিনি, ভুলব না। আমাদের নেত্রী তাঁকে খুব শ্রদ্ধা করেন। সারা দেশ তাঁকে সম্মানের চোখে দেখে।’

 

এনসিপির গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

‘বহুত্ববাদ’ নয় ‘বহুমত, বহুপথ’ যুক্ত করার প্রস্তাব খেলাফত মজলিসের

এনসিপির শৃঙ্খলা কমিটি গঠন, নেতাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের উদ্যোগ

সরকার-ইসির এক সুর চায় এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিপক্ষে বিএনপি

নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন : ডা. শফিকুর

ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব: আমীর খসরু

সংগ্রাম এখনো শেষ হয়নি, নির্বাচিত সরকার আমরা এখনো পাইনি: মির্জা ফখরুল

বিএনপির চায়ের দাওয়াতে সিপিবি-বাসদ