Ajker Patrika
হোম > রাজনীতি

নয়াপল্টনেই মহাসমাবেশ করব, পুলিশের চিঠির জবাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনেই মহাসমাবেশ করব, পুলিশের চিঠির জবাবে বিএনপি

২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েরর সামনে মহাসমাবেশের বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যু যাওয়া সম্ভব না।’ 

আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশকে এ কথা জানায় দলটি। 

এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছিল পুলিশ। 

পুলিশকে বিএনপি জানিয়েছে, সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক সমাগম হবে, দুপুর ২টায় শুরু হয়ে মাগরিবের আজানের সময় শেষ হবে, অন্য কোনো দলের নেতা থাকবে না-সহ সাতটি বিষয় জানিয়েছে। 

এছাড়া তারা বলেছে, ২৮ অক্টোবর শান্তিপূর্ণভাবে নয়াপল্টনের সামনে সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না। 

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

কর্মসূচি ঘোষণা করে ফখরুল বলেন, ‘মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না। অনেক বাধা আসবে। অনেক বিপত্তি আসবে। এসব বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে অশান্তি সৃষ্টিকারী আওয়ামী লীগের পতন ঘটাব।’

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি