Ajker Patrika
হোম > রাজনীতি

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এতে গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রদূত কিছু বলেছেন কি-না, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘না, না, এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।’

রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘চেয়ারপারসন কেমন আছেন, উনি (তার) খোঁজ-খবর নিয়েছেন। চেয়ারপারসনের বিষয়ে তো সবাই অবগত। ওনার জেলে থাকার পেছনে যে কারণ, সেটা সবারই তো জানা আছে।’

বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে রাষ্ট্রদূত কী বলেছেন, জানতে চাইলে বিএনপির এ নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের সবকিছু তো ওরা জানেই। এখানে নতুন করে বলার কিছু নাই। সবাই তাকিয়ে আছে বাংলাদেশে কী হচ্ছে, নির্বাচন কোন দিকে যাচ্ছে, (সেদিকে)।’

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ