Ajker Patrika
হোম > রাজনীতি

এই মুহূর্তে আর সংবিধান পরিবর্তন সম্ভব নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই মুহূর্তে আর সংবিধান পরিবর্তন সম্ভব নয়: কাদের

আওয়ামী লীগ নয়, বিএনপিই সংবিধানকে কাটাছেঁড়া করে ক্ষতবিক্ষত করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারাই (বিএনপি) সংবিধানের ওপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে। আমরা বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে সংবিধানের আলোকে আগামী নির্বাচন করতে চাই।’ 

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এই সংবিধান এই মুহূর্তে আর পরিবর্তন করা সম্ভব নয়। কাজেই শাসনতন্ত্রে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই ভোট হবে।’ 

আজ শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

সম্প্রতি বিএনপির এক কর্মসূচিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে।’ এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকার অতীতে সংবিধানকে কাটাছেঁড়া করেছে, কলমের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে।’ 

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির দাবি নাকচ করে তিনি বলেন, ‘সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে। … যা আছে আমরা তা নিয়ে নির্বাচন করতে চাই। সংবিধানের কোনো সংশোধন কোনো পরিবর্তন কিছুতেই সম্ভব নয়।’ 

বাংলাদেশের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদীদের বিষবৃক্ষকে সম্পূর্ণভাবে আমরা উপড়ে দেব।’

জামায়াতে আগ্রহ বিদেশিদের

খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি

যাদের একাধিক দেশের পাসপোর্ট আছে, তারাই অন্যদের সেফ এক্সিটের তালিকা করে: আসিফ

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া

তফসিলের আগেই গণভোট হওয়া উচিত: ইসলামী আন্দোলন

১৫–১৮ নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

ইসিতে গঠনতন্ত্র ও ব্যাংক অ্যাকাউন্ট জমা দিল জামায়াত

শহিদুল আলমের মুক্তির জন্য সরকারকে সর্বোচ্চ ভূমিকা নেওয়ার আহ্বান গণসংহতির

শহিদুল আলমকে ইসরায়েলের আটকের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ ও নিন্দা

গণভিত্তিক সরকার প্রতিষ্ঠার আগপর্যন্ত বিভক্ত হওয়া যাবে না: দুদু