হোম > রাজনীতি

সীতাকুণ্ডের ঘটনা আড়াল করতে গ্যাসের মূল্যবৃদ্ধি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা আড়াল করতেই সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

রিজভী বলেন, চট্টগ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর, সেই সময় গ্যাসের দাম বাড়িয়ে দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করা হয়েছে। 

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে রিজভী বলেন, ‘একটা পাশবিক, সন্ত্রাসী মাফিয়া সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটত না। মানুষ ঝলসে যাচ্ছে, মানুষ পুড়ছে, সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে।’ 

প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কত বিবেকহীন! এত বড় ট্র্যাজেডি এত বিয়োগান্ত ঘটনা, এই হৃদয়বিদারক ঘটনা, আপনি সেটা আড়াল করার জন্য জাতিকে উপহার দিলেন গ্যাসের মূল্যবৃদ্ধি করে। এই গ্যাস উৎপাদন পর্যায়ে দাম বাড়ার কারণে এখন বিদ্যুতের দাম বাড়বে, কৃষি উপকরণের দাম বাড়বে, শিল্প উৎপাদনে খরচ বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়বে, সেটা দুর্বিষহ হয়ে উঠবে।’ 

মহিলা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের আরও ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সকল ব্যারিকেড (বাধা) ভাঙতে হবে।’ 

এর আগে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

রাজনীতি সম্পর্কিত পড়ুন:

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর