হোম > রাজনীতি

মন্ত্রী-এমপির স্বজন যাঁরা মনোনয়ন প্রত্যাহার করেননি, তাঁদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের মধ্যে যাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাঁদের বিষয়ে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের। 

কাদের বলেন, পার্টির যাঁরা মন্ত্রী-এমপি পর্যায়ে আছেন, তাঁদের জন্য নির্দেশনা রয়েছে তাঁদের সন্তান ও স্বজনেরা যেন উপজেলা নির্বাচনে না আসে। প্রথম পর্যায়ের প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। কেউ কেউ বলেছেন, আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। তার পরেও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা, তার পরেও ইচ্ছা করলে করতে পারবেন। কাজেই বিষয়টি চূড়ান্ত বলে মনে করা যাবে না। 

ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে। সময়মতো এই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যাঁরা অমান্য করেছে, তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের গত সাধারণ নির্বাচনে, নির্বাচনের পরে এসেছে, অনেকেই এমপি হন নাই, অনেকেই মন্ত্রী হন নাই। এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেবার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না, সময়মতো দল ব্যবস্থা নেবে।’ 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ চাই, হেফাজতে ইসলাম একমত: সালাহউদ্দিন

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: পার্থ

ভারতে ওয়াক্ফ বিল পাসে জামায়াতের নিন্দা

ছাত্র উপদেষ্টাদের সরকারে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রাশেদ

ভারতের মদদে ছাত্র-জনতার ওপর গণহত্যা হয়েছে: এ্যানি

মোদি-ইউনূসের বৈঠকে আশার আলো দেখছে বিএনপি

এপ্রিলের মধ্যে এনসিপির জেলা ও উপজেলা কমিটি হবে: রংপুরে সারজিস

বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার