Ajker Patrika
হোম > রাজনীতি

দলত্যাগী এমপি প্রার্থীকে সমর্থন: বগুড়ায় ৪ জনকে বহিষ্কার করল বিএনপি

বগুড়া প্রতিনিধি

দলত্যাগী এমপি প্রার্থীকে সমর্থন: বগুড়ায় ৪ জনকে বহিষ্কার করল বিএনপি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির চার বারের সাবেক এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে ভোটের মাঠে কাজ করার অভিযোগে দুজন বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যানসহ ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. কে এম হুমায়ুন কবির। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। কে এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে আছে। এ সময় তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে ভোটে নামার কারণে তাদের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়। কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত দেওয়ার পর তাদের বহিষ্কার করা হয়েছে।’ 
 
বহিষ্কৃতরা হলেন—কাহালু উপজেলা বিএনপির সদস্য ও কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নান ও কাহালু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। 
 
এ বিষয়ে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান সবুজ ও রঞ্জু জানান, ডা. জিয়াউল হক মোল্লা একজন ভালো মানুষ। তাঁর পক্ষে নির্বাচনের মাঠে কাজ করবেন তারা। দল যদি মনে করে তাহলে বহিষ্কার করতে পারে, এতে সমস্যা নেই।

ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, গছাসের কেন্দ্রীয় নেতার পদ স্থগিত

ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

হিযবুত তাহ্‌রীরের প্রকাশ্য কর্মসূচির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

নির্বাচনহীন দীর্ঘ পরিস্থিতি চায় না ইসলামী আন্দোলন

সমন্বয়ক পরিচয় আর এখন এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম

নির্বাচনের সময়ের চেয়েও প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছি: নাহিদ ইসলাম

বিচারহীনতার কারণে নারী নির্যাতনকারীরা আরও বেপরোয়া হয়েছে: মির্জা ফখরুল

১০-১১ মার্চ কর্মসূচি ঘোষণা এনসিপির

নতুন দলে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে: সংবাদ সম্মেলনে ছাত্রদল