হোম > রাজনীতি

আমাদের ঠিকানা হয় কারাগার না হলে রাজপথ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমাদের ঠিকানা হয় কারাগার, না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই’— এমনটি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ‘আমাদের ঠিকানা হয় কারাগার না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই। নিয়ে যেতে পারে কারাগারে। আমাদের নানাভাবে আঘাত করতে পারে, অত্যাচার করতে পারে। সমস্ত কিছু বরণ করেই আমাদের উদ্বেল অভিযাত্রা অব্যাহত থাকবে গণতন্ত্র ফেরানোর জন্য।’

সব প্রতিবন্ধকতা অতিক্রম করে গণতন্ত্র ফেরাতে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বুলেট বরণ করে হলেও তারা পিছপা হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফার আন্দোলনের অংশ হিসেবে এদিন সকাল থেকে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করছে।

রিজভী বলেন, ‘সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নেতা-কর্মীরা বুকে বুলেট বরণ করে নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে, রাজপথে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না তাদের লক্ষ্য গণতন্ত্র ফিরে আসে, অবাধ, সুষ্ঠু নির্বাচন ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত না মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হয়, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলার চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৫১৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা হয়েছে ১৮টি, আসামি করা হয়েছে ১ হাজার ৯১২ জনকে।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর