হোম > রাজনীতি

নেতাদের বিষয়বস্তু জেনে বক্তব্য দেওয়ার নির্দেশ কাদেরের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের নেতাদের বিষয়বস্তু জেনে বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এমন নির্দেশনা দেন কাদের। 

করোনাভাইরাস পরবর্তীতে আজকেই প্রথম রাজধানী ঢাকায় উন্মুক্ত রাজনৈতিক কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। সেখানে দলটির কেন্দ্রীয় নেতা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১০ জনের অধিক নেতা বক্তব্য রাখেন। নগরের নেতাদের অধিকাংশ স্মরণসভার বিষয়বস্তু নিয়ে কথা বলেননি। তারা বিভিন্ন রাজনৈতিক কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নেতাদের এমন বক্তৃতা নিয়ে সমালোচনা করেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, আজকে এখানে কথা বলার মতো পরিবেশ তেমন একটা নেই। অনেক বক্তব্য হয়েছে। নেতাদের একটি কথা বলে, এ রকম জনসভার বিষয়বস্তু যেনে তারপর বক্তৃতা করা দরকার। বিষয়বস্তুর ধারের কাছেও নেই অনেকেই। বিষয়বস্তু জানতে হবে। কোথাকার গণহত্যা, কিসের গণহত্যা, কে স্বীকৃতি দেবে, জাতিসংঘে আমরা কি করেছি। 

বক্তব্যের শেষের দিকে কাদের বলেন, আজকে আমি বেশি কথা বলব না। যেই কথা সেই কাজ। বিষয়ের বাইরে এলোপাতাড়ি বক্তব্য দিয়ে লাভ নাই। বিষয় নিয়ে কথা বলুন। গলা উঁচু করুন, দাবি আদায়ে সোচ্চার হোন। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও বক্তব্য রাখেন দক্ষিণের সহসভাপতি দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ।

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে চলে যাচ্ছি’, নিজেই বললেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ