হোম > রাজনীতি

অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি   

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

অন্যরা অপকর্ম করে সুকৌশলে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এ দাবি করেন। পৌর ভাসানী মিলনায়তনে সভাটি হয়।

বিএনপির এই নেতা বলেন, জনগণের শক্তিই বড় শক্তি। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান। বিএনপিকে কোনো ষড়যন্ত্র নিঃশেষ করতে পারেনি, আগামী দিনেও পারবে না। অপকর্ম করে অন্যরা, আর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর।

টুকু আরও বলেন, একাত্তরের ৯ মাস যুদ্ধ করে যাঁরা দেশকে হানাদারমুক্ত করে স্বাধীনতা এনেছিলেন, তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। ২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া জুলাই-আগস্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ১৭ বছরের আন্দোলনের জন-আকাঙ্ক্ষা, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম খান আলিম সভায় সভাপতিত্ব করেন। এতে জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা প্রমুখ।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা