নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে।
আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তাঁর স্ত্রী নাসরিন আউয়াল ও ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল আছেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত শুক্রবার রাতে আবদুল আউয়াল মিন্টু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তাঁকে আজ ব্যাংককে নেওয়া হয়েছে।
আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে বিএনপির নেতা তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ইউনাইটেড হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ধরনের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সে জন্য তাঁকে বামরুনগ্রাদে নেওয়া হয়েছে। এখন তাঁর হৃদ্যন্ত্র কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে।